Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

উত্তরপত্র সমানভাবে মূল্যায়নের উদ্যোগ

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দুই হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা বাকি শিক্ষদের এ বিষয়ে নির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডি গভ. ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষার উত্তরপত্র যেন সমান ভাবে মূল্যায়ন করা হয়, সে জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই ধরনের উত্তরপত্রে একেক জন শিক্ষক একেক রকম নম্বর দেন, সেটি আর হবে না।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন। এবারের পরীক্ষায় গতবারের চেয়ে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন শিক্ষার্থী বেশি পরীক্ষার্থী রয়েছে।

এবার প্রশ্নপত্রে এমসিকিউ অংশের ১০ নম্বর কমিয়ে সৃজনশীলে ১০ নম্বর বাড়ানো হয়েছে। আগে যেখানে এমসিকিউ ৪০ আর সৃজনশীলে ৬০ মার্কস-এর পরীক্ষা হতো এখন সেখানে ৩০ এবং ৭০ এর পরীক্ষা হচ্ছে।