Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ

২৫ বছরেও এমন বার্সাকে দেখেনি কেউ

স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে চার ম্যাচ পর দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসির ফেরার ম্যাচে ধাক্কা খেলো কাতালনরা।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় গ্রানাডার মাঠে ২-০ গোলে হারে বার্সেলোনা। ঘরোয়া লিগে গ্রানাডার বিপক্ষে টানা ৬ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল বার্সা। সবশেষ ছয় বছর আগে ১-০ গোলে এই ক্লাবটির বিপক্ষে হেরেছিল মেসিরা!

প্রতিপক্ষ গ্রানাডার বিপক্ষে কাতালানদের জয়ে রেকর্ডটা বেশ ভালো। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১২ দেখায় কেবল এক ম্যাচ জিতেছে স্পেনের আন্দালুসিয়া নামক স্বায়ত্তশাসিত অঞ্চলের ক্লাবটি।

আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছিল বার্সা। এই নিয়ে চলতি মৌসুমে দুবার হারের তিক্ত স্বাদ পেল ন্যু ক্যাম্প বাসিন্দারা।

ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি, প্রথমপর্বে তাকে ছাড়াই খেলে বার্সা। তবে বিরতির পর ৪৬তম মিনিটে মাঠে নামেন অধিনায়ক মেসি। আগের এক গোলে পিছিয়ে থাকা কাতালানদের উদ্ধার করতে পারেন নি মেসি।

রাত ১টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় গ্রানাডা। প্রথম ৪৫ মিনিটে এই এক গোল শোধ করতে তো পারেনি উল্টো দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল খেয়ে বসে কাতালানরা।

চলতি মৌসুমে ৫ ম্যাচে বার্সা গোল হজম করেছে ৯টি। বিপরীতে ১২টি গোল করেছেন কাতালানরা। লা লিগায় আজই প্রথম মেসির সঙ্গে গ্রিজম্যানের দেখা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে মেসি মাঠে নামলেও খেলেছেন কেবল ৩০ মিনিট। এছাড়া তরুন ফরোয়ার্ড আনসু ফাতিও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। আগের ম্যাচে গোল পেলেও এই ম্যাচে সাফল্য আসেনি।

এই হারে পয়েন্ট টেবিলের সাতে নেমে গেল বার্সা। এ দিকে ৫ ম্যাচে তিন জয়ে টেবিলের চূড়ায় উঠল গ্রানাডা। একই রাতে সাড়ে ১০টায় অ্যাথলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে।

লা লিগায় কাতালানদের ইতিহাস ঘাটলে পরিস্কার, সবশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনার ড্রিম টিমের এতো বাজে পারফরম্যান্স ছিল। ১৯৯৬-৯৭ মৌসুমে পর এবারই লিগ শুরুর পাঁচ ম্যাচে এত বেশি গোল আদায় করেছে কাতালানদের প্রতিপক্ষরা।

অপরদিকে, ২০১৬-১৭ মৌসুমে গ্রানাডা টেবিলের তলানিতে থেকে রেলিগেশনে পড়েছিল। তারাই ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে। ঘরের মাঠে তারা এবার মাত্র ৬৪ সেকেন্ডেই লিড নেয় মেসিদের বিপক্ষে। যা লিগে বার্সার বিপক্ষে দ্বিতীয় দ্রুততম সময়ে গোলের রেকর্ড। ২০১১ সালে করিম বেনজেমা ২১ সেকেন্ডে বার্সার জালে বল জড়ান।