Templates by BIGtheme NET
সদ্যপ্রাপ্ত সংবাদ
‘শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি’

‘শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি’

বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে প্রকাশ্যে বিয়ে করছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন বাপ্পি-অপু। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন অপু।

অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে। শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাবেন। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে।

নায়িকার কথার সুর ধরে নায়ক বাপ্পি জানান, আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি নিয়ে বাপ্পি-অপুর ভক্তদের মনেও বেশ আগ্রহ শুরু থেকেই।